সিলেটটুডে ডেস্ক

১৯ এপ্রিল, ২০২০ ০১:৪৮

জরুরি সেবার নামে কেউ বাড়িতে এলে নিকটস্থ থানায় জানান

কভিড-১৯ রোগীর তথ্য সংগ্রহ ও জরুরি সেবার নামে কেউ বাড়িতে এলে ৯৯৯ বা নিকটস্থ থানায় ফোন করে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শনিবার এক প্রেস নোটের মাধ্যমে সাধারণ নাগরিকদের প্রতি এ আহ্বান জানানো হয়।

পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, ইদানীং দেখা যাচ্ছে, কভিড-১৯ রোগীর তথ্য সংগ্রহ ও জরুরি সেবার নামে কিছু দুষ্কৃতকারী সাধারণ মানুষের বাড়িতে গিয়ে অপরাধ ঘটাচ্ছে। এ অবস্থায়, নাগরিকদের প্রতি আহ্বান জানানো যাচ্ছে, আপনারা কোনো অবস্থায়ই আগন্তুকের পরিচয় নিশ্চিত না হয়ে অথবা তাদের কার্যক্রমের বৈধতা সম্পর্কে নিশ্চিত না হয়ে বাড়িতে ঢুকতে দেবেন না। এ বিষয়ে সন্দেহ হলে নিকটস্থ থানাকে অবহিত করুন অথবা ৯৯৯-এ ফোন করে নিশ্চিত হোন।

আপনার মন্তব্য

আলোচিত