বড়লেখা প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০২০ ১৬:৫১

অসহায় মানুষের পাশে বড়লেখা ফাউন্ডেশন

করোনাভাইরাসের কারণে যুক্তরাজ্যে তারা সকলে অবরুদ্ধ অবস্থায়। দেশে আছেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশী। এখানে করোনাভাইরাস সংকটে হঠাৎ করে কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ। কোনো কাজ করারও সুযোগ নেই তাদের। এদের মধ্যে অনেক মধ্যবিত্ত আছেন। যারা না পারছেন কারো কাছে হাত পাততে। না পারছেন ত্রাণের লাইনে দাঁড়াতে।

এই লোকগুলোর আর সংসার চলে না। এ বাস্তবতার খবরে নিজেদের স্থির রাখতে পারেননি বড়লেখা ফাউন্ডেশন যুক্তরাজ্যের সদস্যরা। অবরুদ্ধ অবস্থায় নিজেদের উদ্যোগ ও অর্থে বড়লেখার ৬৫০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী সরবরাহ করেছেন তারা।

দেশে থাকা সংগঠনের প্রতিনিধিদের মাধ্যমে খাদ্যসামগ্রীগুলো বাড়ি বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করেছেন। বড়লেখা ফাউন্ডেশন যুক্তরাজ্যের সকল সদস্যদের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়।

সংগঠনের সূত্রে জানা গেছে, বড়লেখা স্টুডেন্ট এসোসিয়েশন ও বাংলাদেশ স্কাউটস বয়েস এবং গার্লসের সদস্যদের সহযোগিতায় খাদ্যসামগ্রী প্যাকেট করা হয়। প্রতিটি প্যাকেটে আছে চাল, মসুর ডাল, পেঁয়াজ, তেল, সাবান ও আলু।

বিজ্ঞাপন

রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় বারইগ্রামে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকার জনপ্রতিনিধিদের কাছে খাদ্যসামগ্রীর প্যাকেটগুলো বুঝিয়ে দেওয়া হয়।

এর আগে সংক্ষিপ্ত আলোচনায় জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলুর সঞ্চালনায় বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক, জেলা পরিষদ সদস্য জোবায়েদা ইকবাল, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, পৌরসভার কাউন্সিলর কবির আহমদ, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, লিটন শরীফ, বড়লেখা স্টুডেন্ট এসোসিয়েশনের বাকের আহমেদ, মাহবুবুর রহমান, হুমায়ুন রশিদ, শরীফ উজ্জামান, তাহের আহমেদ, বিপ্লব দাস প্রমুখ।

বিজ্ঞাপন

ফাউন্ডেশনের সভাপতি সুহেল রহমান ও সেক্রেটারি আবু রহমান এবং সহ সভাপতি অধ্যাপক সফিকুল হক স্বপন মুঠোফোনে বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে যুক্তরাজ্যেও আমারা অবরুদ্ধ অবস্থায়। দেশে আমাদের এলাকার অনেক মানুষ করোনা সংকটে কর্মহীন হয়ে পড়েছেন। তাদের সহায়তার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যুক্তরাজ্যে বসবাসরত সংগঠনের সদস্যদের আহবান করেছিলাম, কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কম সময়ের মধ্যেই ফাউন্ডেশনের সকল সদস্যসহ যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখার মানুষ এই আহবানে আন্তরিকভাবে সাড়া দেন। আমরা প্রথম দফায় ৬৫০ পরিবারকে দিয়েছি।’

আপনার মন্তব্য

আলোচিত