ওসমানীনগর প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০২০ ১৭:১৭

কানাডায় করোনা আক্রান্ত হয়ে তাজপুর কলেজের সাবেক অধ্যক্ষের মৃত্যু

সিলেটের ওসমানীনগরের তাজপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শওকত আলী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কানাডার টরেন্টো ইস্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা (স্থানীয় সময় দুপুর সোয়া ২টায়) তিনি মারা যান। তাজপুর ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক আবুল কাহের মো. শওকত আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ শওকত আলী গত সপ্তাহে করোনার লক্ষণ নিয়ে কানাডার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রোববার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, তাজপুর ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষক ও অধ্যক্ষ শওকত আলী দীর্ঘদিন ধরে পরিবারসহ কানাডায় বসবাস করছেন। সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউপির নশিওরপুর গ্রামের সন্তান শওকত আলী।

আপনার মন্তব্য

আলোচিত