নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল, ২০২০ ১৭:৪৬

খাদ্য বান্ধব কর্মসূচির ৩৮৫ কেজি চাল উদ্ধার করেছে র‌্যাব-৯, আটক ১

মৌলভীবাজার জেলার সদর থানাধীন রাঙ্গুরিয়া এলাকা থেকে হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিতরণকৃত খাদ্য বান্ধব কর্মসূচির ৩৮৫ কেজি চাল উদ্ধারসহ অবৈধ ভাবে উক্ত খাদ্যদ্রব্য মজুদ অপরাধে ১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

বুধবার (২২ এপ্রিল ) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন অপারেশন কমান্ডার এএসপি মোঃ আনোয়ার হোসেন ও এএসপি এ,কে,এম কামরুজ্জামান।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানে মৌলভীবাজার জেলার সদর থানাধীন রাঙ্গুরিয়া এলাকা থেকে হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিতরণকৃত খাদ্য বান্ধব কর্মসূচির ৩৮৫ কেজি চাল উদ্ধারসহ অবৈধ ভাবে উক্ত খাদ্যদ্রব্য মজুদ অপরাধে ১ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- নূপুর কান্তি রায় (২৮), পিতা- মৃত গুনেন্দ্র রায়, সাং- রাঙ্গুরিয়া, থানা- মৌলভীবাজার সদর, জেলা- মৌলভীবাজার।

উদ্ধারকৃত খাদ্যদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

 

আপনার মন্তব্য

আলোচিত