দিরাই প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০২০ ২০:১১

করোনা আক্রান্ত শনাক্ত হওয়ায় দিরাইয়ের পেরুয়া গ্রাম লকডাউন

দিরাইয়ে নারায়ণগঞ্জ ফেরত এক যুবকের করোনা শনাক্ত হওয়ায় তার গ্রামের বাড়ি উপজেলার চরনারচর ইউনিয়নের বিশাল বড় পেরুয়া গ্রামের ১২ টি পাড়া লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার লকডাউন এলাকায় লাল নিশানা টানিয়ে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ।

তিনি বলেন. পেরুয়া একটি বিশাল গ্রাম এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ বাজারহাটি, লামাহাটি, বক্তারপুর, পশ্চিমহাটি, পূর্বহাটি, ইদুলপুর, ছোট হাটি, বাকাহাটি, মধুপুর, হাসনাবাদ, নূরপুর, শেরপুর মোট ১১ টি পাড়া আজ (২৩ এপ্রিল) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লক-ডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন এলাকায় জনগণের চলাচল কঠোরভাবে সীমিত করা হয়েছে।

বিজ্ঞাপন

ওই এলাকার জনসাধারণকে অবশ্যই ঘরে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে জানিয়ে তিনি বলেন, অবরুদ্ধ এলাকার জরুরী পরিসেবা চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ, কৃষি পণ্য, জ্বালানি, সংবাদপত্র, জরুরী নিত্যপ্রয়েজনীয় পণ্য ও কাঁচাবাজারসহ সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত