জুড়ী প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০২০ ০০:১৩

জুড়ীতে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন তার নিজ উপজেলা জুড়ীতে কৃষকের ধান কেটে দেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের পশ্চিম বড়ধামাই গ্রামে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে নামেন।

এর আগে গত ২১ এপ্রিল ছাত্রলীগের সাবেক এ সাধারণ সম্পাদক তার ফেসবুক পেইজে কৃষকের পাশে দাড়াতে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের আহবান জানিয়ে স্ট্যাটাস দেন।

বিজ্ঞাপন

এদিন সকালে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ূন রশীদ রাজী, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক বেলাল হোসাইন, সাবেক ছাত্রলীগ নেতা শাহরিয়ার মাহবুব, ছাত্রলীগ নেতা তাপস দাস, আরিয়ান মাহবুবসহ ৪৫-৫০ জন ছাত্রলীগের নেতাকর্মী ধান কাটতে মাঠে নামেন।

এ সময় তাদের উৎসাহ দিতে মাঠে আসেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পূ।

এছাড়া জুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল ও সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল ছাত্রলীগ কর্মীদের সাথে নিয়ে হাকালুকি হাওর এলাকায় কৃষকের ধান কেটে দেন। জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক ছাত্রলীগের ধান কাটা পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

এ সময় এস এম জাকির হোসাইন বলেন, ‘করোনাভাইরাসের কারণে কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। সেজন্য আমরা  কৃষকদের পাশে দাঁড়িয়েছি। করোনার কারণে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় জুড়ীতে এ কাজ করা হচ্ছে। কোনও কৃষক সহায়তা চাইলে আমরা তার পাশে দাঁড়াবো।’

প্রসঙ্গত, করোনাভাইরাস কেন্দ্রীয় লকডাউনের ফলে জুড়ীতে ধান কাটা শ্রমিক সংকটে ভুগছেন কৃষকরা। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের পাশে দাঁড়ায় বাংলাদেশ ছাত্রলীগ। মৌলভীবাজার জেলা ছাত্রলীগ এই দুঃসময়ে কৃষকদের সহযোগিতার জন্য উপজেলা পর্যায়ে সমন্বয় কমিটি গঠন করে।

আপনার মন্তব্য

আলোচিত