জুড়ী প্রতিনিধি

২৭ এপ্রিল, ২০২০ ১৯:০১

জুড়ীতে গর্ভবতী গাভী জবাই করায় জরিমানা

মৌলভীবাজারের জুড়ীতে গর্ভবতী গাভী জবাই করায় গরু মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জবাইকৃত গাভী মাটিতে পুতে ফেলা হয়েছে। সোমবার সকালে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কামিনীগঞ্জ বাজারে এ জরিমানা করা হয়।

গ্রাম পুলিশ বাচ্চু মিয়া জানান, কামিনীগঞ্জ বাজারের নিয়মিত মাংস বিক্রেতা আব্দুল কাদির সোমবার ভোরে একটি গাভী জবাই করেন। পরে দেখা যায় গাভীর পেটে বাচ্চা।

ইউপি চেয়ারম্যান মাছুম রেজা বলেন, এখানে নিয়মিত ডাক্তার দেখিয়ে গরু জবাই করা হয়। কিন্তু আজ (সোমবার) ডাক্তার না দেখিয়ে আব্দুল কাদির গরু জবাই করায় সন্দেহ হয়। পরে তা সত্যে পরিণত হওয়ায় তাঁকে এক হাজার টাকা জরিমানা এবং জবাইকৃত গরুর মাংস মাটিতে পুতে ফেলা হয়। তিনি জানান, কাদির মিয়া ইতিপূর্বে কয়েকবার একই অপরাধের সাথে জড়িত থাকায় এমন শাস্তি দেয়া হয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত