মাধবপুর প্রতিনিধি

২৯ এপ্রিল, ২০২০ ২২:৩১

মাধবপুরে কৃষকদের জমির ধান কেটে দিলেন সিএনজি চালকরা

করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট হওয়ায় হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনীতে কৃষকদের ধান কেটে দিলেন মাধবপুর উপজেলা সিএনজি অটোরিকশা সমবায় সমিতির নেতা ও সিএনজি চালকরা।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা সিএনজি অটোরিকশা সমবায় সমিতির সদস্য সেলিম মিয়ার নেতৃত্বে ১৫ জন সিএনজি চালক চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রাম এক কৃষকের ধান কেটে দেন।

বিজ্ঞাপন

১৫ জন সিএনজি চালক স্বেচ্ছাশ্রমে দু’টি দলে বিভক্ত হয়ে ওই কৃষকের ৪০শতক জমির ধান কাটেন। বিপদে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এলাকাবাসী।

এ ব্যাপারে মাধবপুর উপজেলা সিএনজি অটোরিকশা সমবায় সমিতির লি. এর সদস্য সেলিম মিয়া বলেন, কৃষকদের ধান কেটে দেওয়া উদ্যোগ নিয়েছি । করোনা পরিস্থিতিতে আমরাও কর্মহীন তারপরও অসহায়-কর্মহীন ও কৃষকসহ সর্বস্তরের মানুষের পাশে আমরা আছি।

আপনার মন্তব্য

আলোচিত