কমলগঞ্জ প্রতিনিধি

০২ মে, ২০২০ ১৯:৪২

কমলগঞ্জে সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মৌলভীবাজারের কমলগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় শমশেরনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি মামলায় নগদ ১২ হাজার ৩শত টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার (২ মে) দুপুরে কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা লে. মামুন ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী।

পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা সরকারি নির্দেশনা না মেনে দোকান পাট খোলা রাখা, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ও মূল্য তালিকা না রাখার কারণে শমশেরনগর বাজারে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এই অভিযানের সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জের সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত