জুড়ি প্রতিনিধি

০৩ মে, ২০২০ ১৮:২১

জুড়িতে মোবাইলে কল করলেই ঘরে পৌঁছে যাচ্ছে খাবার

করোনাভাইরাসের প্রভাবে ঘরবন্দি হয়ে মৌলভীবাজারের জুড়ীতে যারা খাদ্য সমস্যায় ভুগছেন, তারা এখন থেকে মোবাইলে কলের মাধ্যমে ঘরে বসে পেয়ে যাবেন খাদ্যসামগ্রী।

‘আপনার একটি কলে খাবার যাবে ঘরে’ এই স্লোগানকে সামনে রেখে এমন সেবা চালু করেন উদ্যোক্তা মো. তাজুল ইসলাম। এতে সহযোগিতা করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ প্রক্রিয়া সারাদেশে আগে থেকেই চালু করে ছিলো উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প।

তবে শনিবার জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রিয় জ্যোতি ঘোষ অণিকের বাসায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন উদ্যোক্তা মো. তাজুল ইসলাম।

এর আগে  জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিকের হাতে সিম তুলে দেওয়া মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয় জুড়িতে। ০১৭২৮-৭০৩৮১১ এই নাম্বারে ফোন দিলে জুড়ীর যেকোনো স্থানে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।

আপনার মন্তব্য

আলোচিত