সিলেটটুডে ডেস্ক

০৪ ফেব্রুয়ারি , ২০২০ ২২:৫৮

এখন থেকে সপ্তাহে ৫ দিন চলবে মৈত্রী এক্সপ্রেস

বাংলাদেশ-ভারত যোগাযোগ বাড়াতে এখন থেকে সপ্তাহে চার দিনের পরিবর্তে পাঁচ দিন চলাচল করবে মৈত্রী এক্সপ্রেস। বন্ধন এক্সপ্রেস চলবে এক দিনের বদলে দুই দিন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে এই দুটি সার্ভিসের বাড়তি সিডিউল নিয়ে আগামীকাল বুধবার বাংলাদেশের মতামত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে রেলপথ মন্ত্রণালয়।

ভারতীয় দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে সপ্তাহের ৫ দিন শুক্র, শনি, রবি, মঙ্গল ও বুধবার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে মৈত্রী ট্রেন। অন্যদিকে শুক্র, শনি, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ট্রেনটি কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।

এছাড়া সপ্তাহে ২ দিন বৃহস্পতি ও রোববার খুলনা থেকে কলকাতা ও কলকাতা থেকে খুলনা যাতায়াত করবে বন্ধন এক্সপ্রেস।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে মৈত্রী এক্সপ্রেসের নতুন এ শিডিউল কার্যকর হবে। এ দিন ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে মৈত্রী এক্সপ্রেস। পরদিন তা আবার কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।

অন্যদিকে বন্ধন এক্সপ্রেসের নতুন সময়সূচী কার্যকর হবে আগামী ১৬ ফেব্রুয়ারি (রোববার) থেকে। এদিন কলকাতা থেকে ট্রেন খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং একই দিনে আবারও খুলনা থেকে কলকাতায় পৌঁছাবে।

আপনার মন্তব্য

আলোচিত