বেনাপোল প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০২০ ১৮:৩৫

স্প্রে মেশিনের ভেতর ৫০ বোতল ফেনসিডিল

যশোরের শার্শা সীমান্ত থেকে অভিনব কায়দায় স্পে মেশিনে ফেনসিডিল পাচারের সময় পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ফেনসিডিল ও একটি বাইসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার সাতমাইল-গোগা সড়কের বসতপুর ড্রাগন ফল বাগানের সামনে থেকে এ ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, মাদক পাচারের গোপন খবরে এক বাইসাইকেল চালককে ঘাড়ে একটি স্প্রে মেশিনসহ থামতে বললে, সে সাইকেল ও স্প্রে মেশিন ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে স্প্রে মেশিনের ভেতর থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

রুদ্রপুর বিজিবি ক্যাম্পে কমান্ডার নায়েক সুবেদার লিয়াকত আলী জানান, উদ্ধারকৃত ফেনসিডিলসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য

আলোচিত