সঞ্জিব দাস, গলাচিপা

১৫ এপ্রিল, ২০২৩ ০২:০৫

গলাচিপায় আনন্দ উৎসবে বর্ষবরণ ও লোকজ মেলা অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ, গণমাধ্যমকর্মী বাঙালি সাঁঝে নব-দিনের শুভ সূচনায় মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও গান- নৃত্য অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে বৈশাখী মঞ্চে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মু. শাহীন।

বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার আরজু আক্তার, বাংলাদেশ -তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের অধ্যক্ষ ডাক্তার জান্নাতুল নাঈম আইভি, শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, সিনিয়র মৎস্য অফিসার মো. জহিরুন্নবী, পল্লী উন্নয়ন অফিসার মো. মাহবুব হাসান শিবলী,গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, শিশু ছবি ঘরের প্রতিষ্ঠাতা সভাপতি ও কলামিস্ট মু. খালিদ হোসেন মিল্টন প্রমুখ।

আলোচনা শেষে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন রচনা, নৃত্য শিল্পী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করে অতিথিবৃন্দ। লোকজ মেলায় শিশুদের খেলনাসহ বৈশাখী সামগ্রী, নাগরদোলা স্থান পায়।

আপনার মন্তব্য

আলোচিত