সিলেটটুডে ডেস্ক

০৪ জুলাই, ২০২৩ ০৩:৫৫

খন্দকার মোশাররফের মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পরীক্ষায় এ রোগ ধরা পড়ে।

সোমবার (৩ জুলাই) তার সঙ্গে থাকা ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালে পরীক্ষার পর রিপোর্টে টিউমার শনাক্ত হয়েছে। হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক ইউ শেন শাই জানিয়েছেন, বাবার ব্রেইনের বহির্ভাগে একটি স্ফেনয়েড উইং মেনিনজিওমা শনাক্ত হয়েছে। বাবার বয়সের কথা বিবেচনা করে আপফ্রন্ট রেডিও থেরাপির মাধ্যমে টিউমারটি অপসারণের সিদ্ধান্ত হয়েছে।

৭৬ বছর বয়সি খন্দকার মোশাররফ গত ১৮ জুন রাতে ঢাকায় নিজের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে ২৬ জুন তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

খন্দকার মারুফ হোসেন তার বাবার সুস্থতার জন্য দলের নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন। তিনি ও তার মা বিলকিস আক্তার হোসেন এখন সিঙ্গাপুরে রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত