সিলেটটুডে ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০১:২৫

গাজীপুরের মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা পুত্র জাহাঙ্গীর আলম

ছবি : সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা হলেন তার ছেলে সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম।

সোমবার অনুষ্ঠিত সিটি করপোরেশনের তৃতীয় পরিষদের প্রথম সভায় সকল কাউন্সিলরের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উন্নয়নের গতি বৃদ্ধির লক্ষ্যে ৮ নম্বর ওয়ার্ড (কোনাবাড়ী) কাউন্সিলর সেলিম রহমান এ পদে জাহাঙ্গীরের নাম প্রস্তাব করেন।

সভায় সাবেক মেয়র জাহাঙ্গীরকে ষড়যন্ত্র করে ২১ মাস বাইরে রেখে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করায় এবং ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদ জানিয়ে নিন্দা প্রস্তাব নেওয়া হয়।

নগরভবনের সম্মেলন কক্ষে মেয়র জায়েদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক ভারপ্রাপ্ত মেয়রের একক সিদ্ধান্তে অবৈধভাবে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

মহানগরের ৫৭টি ওয়ার্ডের সংরক্ষিতসহ মোট ৭৬ কাউন্সিলরের মধ্যে ৭০ জন সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজম, সচিব আব্দুল হান্নান, প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, চিফ রেভিনিউ অফিসার (সিআরও) এহসানুল মামুন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত