ঠাকুরগাঁও থেকে সামিউল্লাহ সমরাট

১৩ মে, ২০১৬ ২১:২৬

এক গাছের আম দেড় লাখ টাকা!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় হরিনমারী গ্রামের  সুর্যাপুরী জাতের একটি আমগাছের আম  দেড় লাখ টাকায় আগাম বিক্রি হয়েছে। এই আম কিনেছেন স্থানীয় এক ব্যবসায়ী। এবছর সহ মোট তিন বছরের জন্য এই মূল্য নির্ধারিত হয়েছে।

হরিনমারী গ্রামের এই আমগাছটি এই অঞ্চলে বেশ বিখ্যাত। ধারনা করা হয় এশিয়ার বৃহত্তম আমগাছ এটি। আকৃতিতে বিশাল এবং বয়সের দিক থেকে প্রাচীন এই আমগাছের ফলনও বেশ ভাল। প্রতি বছর আনুমানিক ৭০ থেকে ৮০ মণ আম সংগ্রহ করা হয় গাছটি থেকে ।

আমগাছটির মালিক নুর ইসলাম  জানান, মুকুল আসার সময়ই এই গাছের আম আগাম কিনে নেয়ার জন্য আম ব্যবাসায়ীরা ভীর জমান।  অন্যন্য বার এক বছরের জন্য বিক্রি হলেও এবার তিন বছরের জন্য বিক্রি করেছেন তিনি । এতে লাভ কম হলেও একসাথে  মোটা অঙ্কের টাকার পাওয়া গেল। তবে এক্ষেত্রে আমগাছটির  যাবতীয় যত্ন-আত্তি ও রক্ষণাবেক্ষণ ঐ ক্রেতা ব্যবসায়ীই করবেন বলে জানালেন তিনি।

এই অঞ্চলে আমের মৌসুমে সুর্যাপুরী জাতের আম ২৫ থেকে ত্রিশ টাকায় বিক্রি হলেও ঐতিহাসিক ভাবে বিশেষ গুরুত্ব থাকায়  এই গাছের আম কেজি প্রতি ১০০ টাকায় বিক্রি হয় ।

উল্লেখ্য, দর্শনার্থীদের জন্য  ১০ টাকা টিকিটের বিনিময়ে আমগাছটি ঘুরে দেখতে হয়। এভাবে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা অ্যায় করেন নুর ইসলাম ।  

আপনার মন্তব্য

আলোচিত