সিলেটটুডে ডেস্ক

১৬ মে, ২০১৬ ১২:৩২

চট্টগ্রামের ট্রেনের সাথে বাসের ধাক্কা, নিহত ২

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার ষোলশহর দুই নম্বর গেট এলাকায় তেলবাহী ট্রেনের সাথে একটি বাসের ধাক্কা লেগে হতাহতের ঘটনা ঘটেছে।

জানা যায় সোমবার (১৬ মে)  সকাল সাড়ে ১১টায় তেলবাহী ট্রেনটি বটতলী স্টেশন থেকে ছেড়ে আসছিল। অন্যদিকে বিআরটিসি বাসটি অক্সিজেন থেকে শহরের দিকে আসছিল। ষোলশহর দুই নম্নর গেট এলাকায় আসা মাত্র সংঘর্ষ হয়। ট্রেনের গতি কম না আরও ভয়াবহ ক্ষতি হত বলে জানিয়েছেন স্থানীয়রা।  এতে বিবি মরিয়ম (৩৫) ও অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ জানান, দুই নম্বর গেট এলাকায় তেলবাহী ট্রেনের ধাক্কায় একটি বাস চুরমার হয়ে গেছে। দুর্ঘটনায় আহত ছয়জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত