সিলেটটুডে ডেস্ক

০৭ জুন, ২০১৬ ০৮:২৮

রাজধানীর কালশি এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

 রাজধানীর পল্লবী থানার কালশী এলাকায় ডিবি পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৭ জুন) সেহেরির আগে আগে এ ঘটনা ঘটে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান। প্রাথমিকভাবে নিহত দু’জনের পরিচয় জানা যায়নি। তবে নিহত একজনের আনুমানিক বয়স ৩২, অপরজনের বয়স ৪৫ বছর।

কালশীর লোহার ব্রিজের পাশ থেকে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এস-আই আনোয়ার।

আপনার মন্তব্য

আলোচিত