
২৫ জুন, ২০১৬ ১৪:২৯
বেনাপোলে দিঘিরপাড় গ্রাম থেকে শুক্রবার রাতে ইকবাল হোসেন (৩৫) নামে সাত মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আটক ইকবাল বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ওহাব আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে বেনাপোলের দিঘিরপাড় গ্রামে অভিযান চালিয়ে ইকবালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক, চাঁদাবাজি ও হত্যা চেষ্টাসহ সাতটি মামলা রয়েছে। এবং শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য