
২৫ জুন, ২০১৬ ২১:০৫
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও মাসিক মদীনা সম্পাদক আল্লামা মুহিউদ্দিন খান আর নেই।
প্রবীণ এ মাওলানা ও লেখক শনিবার (২৫ জুন) সন্ধ্যা ৬ টা ১০ মিনিটের সময় ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাসিক মদীনার সহকারী সম্পাদক মরহুমের ছোট ছেলে আহমাদ বদর উদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (২৬ জুন) বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন,ভক্ত অনুরাগী রেখে গেছেন।
আপনার মন্তব্য