অনলাইন ডেস্ক

২৭ আগস্ট, ২০১৬ ২৩:৫০

সাভারে গার্মেন্টসে ‘ভূত আতঙ্ক’, শতাধিক শ্রমিক হাসপাতালে

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ‘ভূত আতঙ্কে’ অসুস্থ হয়েছে শতাধিক শ্রমিক। শনিবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ডেকো ডিজাইন লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। আতঙ্কে শ্রমিকরা সংজ্ঞাহীন হয়ে পড়লে অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেকো ডিজাইন লিমিটেড কারখানার শ্রমিকরা জানান, গার্মেন্টসটিতে কাজ করেন প্রায় ছয় হাজার শ্রমিক। আজ দুপুরে কয়েকজন নারী শ্রমিক বাথরুমে গিয়ে ভূত দেখার দাবি করেন। পরে আরো কয়েকজন ব্যাপারটি দেখতে ওই বাথরুমে গিয়ে চিৎকার করে ফিরে এসে সংজ্ঞা হারান। এ খবরে পুরো কারখানায় ‘ভূত আতঙ্ক’ ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ওই পোশাক কারখানার শ্রমিক রুস্তম আলী জানান, এ সময় ছয়তলা ওই গার্মেন্টসটির প্রতিটি ফ্লোরে ‘ভূত আতঙ্কে’ শতাধিক নারী শ্রমিক সংজ্ঞাহীন হয়ে পড়েন। এ ছাড়া তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন অনেকেই। এ সময় কারখানা কর্তৃপক্ষ আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে।

এ খবর পেয়ে আশুলিয়া থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কর্তৃপক্ষ আজকের জন্য কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এদিকে ডেকো ডিজাইন কারখানার উৎপাদন কর্মকর্তা (প্রোডাকশন ম্যানেজার) খলিলুর রহমান বলেন, দুপুরের পরে ভূতের গুজবে হঠাৎই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি আসলে কী বা কারা এই গুজব ছড়িয়েছে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

এ ব্যাপারে নারী ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান সবুজ বলেন, দুপুরের পর অসুস্থ শ্রমিকদের হাসপাতালে আনা হয়। অসুস্থ এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত