রাঙামাটি প্রতিনিধি

০৫ অক্টোবর, ২০১৬ ১১:৫১

রাঙামাটির ভবন ধ্বসের উদ্ধার অভিযান সম্পন্ন : নিহতের সংখ্যা ৫

রাঙামাটি শহরে ভবন ধ্বসের ঘটনায় গতকাল থেকে আটকে থাকা  শিশুকে বুধবার সকালে মৃত অবস্থায় উদ্ধার করেছে নৌবাহিনীর ডুবুরিরা।

মঙ্গলবার বিকালে ধ্বসে পড়া ভবনটিতে মধ্যরাত পর্যন্ত ৫ জনকে মৃত এবং ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। ভবনের আটকে পড়া একটি রুম থেকে ট্রাক চালক জাহিদ ও তার এক সন্তান সামিদুলকে মৃত উদ্ধার করা হলেও আরেক শিশুপুত্র সাজিদুলকে পাওয়া যাচ্ছিলোনা।

বুধবার সকালে উদ্ধার অভিযানে নেমেই সাজিদুলের মৃতদেহ উদ্ধার করেছে নৌবাহিনী। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ এ। মঙ্গলবার বিকালে রাঙামাটি শহরের মহিলা কলেজ সড়কের দ্বিতল একটি ভবন ধ্বসে কাপ্তাই হ্রদের জলাশয়ে ডেবে যায়। ওইসময় ভবনটিতে বসবাসকারী চারটি পরিবারের ১০ জন সদস্য আটকে পড়ে। পরে ভবনটি থেকে মৃত অবস্থায় ট্রাক ড্রাইভার জাহিদ (৪২),তার শিশুপুত্র সাজিদুল (৭),গৃহশিক্ষিকা ও রাঙামাটি সরকারি কলেজের অনার্সের ছাত্র উম্মে হাবিবা রুনা (২২), আরেক বাসিন্দা রফিকের মেয়ে পিংকি (১৩) এবং আজ সর্বশেষ সাজিদুলকে (১০) উদ্ধার করা হলো।

ভবন ধ্বসের পর থেকে ফায়ারসার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা উদ্ধার কাজ চালিয়ে আসছিলো।

এদিকে সামিদুলকে উদ্ধারের পর অভিযান বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ধারকাজে নিয়োজিত নৌবাহিনীর কমান্ডার রায়হান জানিয়েছেন, আর কেউ ভবনে আটকে না থাকায় এবং দাবিও না করায়,উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত