সিলেটটুডে ডেস্ক

০৫ অক্টোবর, ২০১৬ ১৪:২০

‘নব্য জেএমবি’র ২ সদস্যের আত্মসমর্পণ, পুনর্বাসনের জন্য ৫ লাখ টাকা প্রদান

বগুড়া শহরের সাতমাথা এলাকার টিটু মিলনায়তনে আত্মসমর্পণ করেছে ‘নব্য জেএমবি’র দুই সদস্য।

বুধবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদের উপস্থিতিতে দুজন আত্মসমর্পণ করে। শহরের টিটু মিলনায়তনে আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আত্মসমর্পণকারী নব্য জেএমবির দুই সদস্য হলো বগুড়ার শাহজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে আবদুল হাকিম (২২) ও গাইবান্ধা জেলার সাঘাটা থানার হাটভরতখালী গ্রামের প্রয়াত সেকান্দার আলীর ছেলে মাহমুদুল হাসান বিজয় (১৭)।

আত্মসমর্পণ অনুষ্ঠানে দুই জেএমবি সদস্যের প্রত্যেককে পুনর্বাসনের জন্য র‍্যাবের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল তাদের নিকট টাকা হস্তান্তর করেন।

আত্মসমর্পণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, বগুড়া-৭ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মো. নূরুল ইসলাম, জেলা প্রশাসক (ডিসি) আশরাফুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আপনার মন্তব্য

আলোচিত