রাঙামাটি প্রতিনিধি

০৫ অক্টোবর, ২০১৬ ২০:৪৫

রাঙামাটিতে নিহত ৫ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদে দোতলা ভবন ধ্বসের ঘটনায় নিহত ৫ জনের মরদেহ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভবন ধ্বসের ঘটনায় নিহত জাহিদ হোসেন ও তার মেয়ে পিংকির মরদেহ দাফনের জন্য তাদের গ্রামের বাড়ী ভোলার চরফ্যাশনে এবং নিহত দুই সহোদর সাজিদুল ও সামিদুলকে চট্টগ্রামের চন্দনাইশের গ্রামের বাড়ীতে ও তাদের গৃহ শিক্ষক উম্মে হাবিবার মরদেহ রাঙামাটিতে দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছেন।

এদিকে রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান নিজ কার্যালয়ে নিহত ৩ পরিবারের ৫ জনের মরদেহ দাফনের জন্য প্রত্যেককে ২০ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে ৭ হাজার ৫০০ টাকা করে মোট ১৫ হাজার টাকা করে নগদ সহায়তা তুলে দেন। এছাড়া নিহতের ও ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে ৩০ কেজি করে চাল দেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত