মোস্তা‌ফিজুর রহমান, বেনাপোল থেকে

১১ অক্টোবর, ২০১৬ ১৬:১৫

বেনাপোল সীমান্তে অস্ত্রসহ আটক ৩

বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ২‌টি বিদেশি পিস্তল,এক রাউন্ড গুলি ও ২টি রামদাসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।

সোমবার রাত সাড়ে ১১ টার সময় বেনাপোলের পুটখালী সীমান্তের রাজগঞ্জ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো-বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ গ্রামের তাহাজ্জত মোড়লের ছেলে জাহিদ হোসেন (৩৫) ও তার ভাই জাকির হোসেন (৩০) এবং একই এলাকার নওশের আলীর ছেলে আব্দুল্লাহ (৩৮)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আরিফুর রহমান জানান, একটি গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের রাজগঞ্জ গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে দু’‌টি বিদেশি পিস্তল,এক রাউন্ড গুলি ও ২টি রামদা নিয়ে দেশে প্রবেশের সময় তাদেরকে আটক করা হয়েছে।

অস্ত্রসহ আটকদের রাত দুইটার সময় বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা।

আপনার মন্তব্য

আলোচিত