বেনাপোল প্র‌তি‌নি‌ধি

১১ অক্টোবর, ২০১৬ ২৩:৪৭

বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ আটক ৬ নারী

বেনাপোল সীমান্তের পুটখালী এলাকায় মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ২২০ বোতল ফেনসিডিলসহ ছয় নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃতরা হলেন- বেনাপোল পোর্টধানার বড়আঁচড়া গ্রামের খলিলের স্ত্রী রাবিয়া খাতুন (৫০), একই গ্রামের মিলন মিয়ার স্ত্রী দোলনা বেগম (২১), শহিদুলের স্ত্রী বৃষ্টি বেগম (২২), মুসা করিমের স্ত্রী শাহারন (৪৫), কবিরের স্ত্রী ফেরদৌস (৩০) ও মজিবারের স্ত্রী আরিশোন (৩৫)।

বিজিবি জানায়, বেনাপোলের পুটখালী গ্রাম থেকে বেশ কয়েকজন নারী ফেনসিডিল নিয়ে বেনাপোল বাজারের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় পুটখালীর মসজিদ পোস্ট এলাকায় একটি ইজিবাইক থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

২১ ব্যাটালিয়নের বিজিবির পুটখালি ক্যাম্পের সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, আটককৃতদের না‌মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায়  মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত