প্রান্ত রনি, রাঙামাটি থেকে

১৪ অক্টোবর, ২০১৬ ২৩:৩০

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে রাঙামাটিতে গ্রেপ্তার ১

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অফিস সহকারী আহমদ উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকাল পৌনে ৪টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ।

এর আগে শুক্রবার তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা যুবলীগের নেতা ঝিনুক ত্রিপুরা।

অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার নিজের ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি যুগল ছবি বিকৃত করে শেয়ার করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল শাখার অফিস সহকারি আহমদ উল্লাহ। এরপরই ওই ছবি নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফেসবুকে সরব হয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতারা।

পরে শুক্রবার বিকালে মামলা করেন যুবলীগের নেতা ঝিনুক ত্রিপুরা। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত