সিলেটটুডে ডেস্ক

১৬ অক্টোবর, ২০১৬ ১৬:০৭

ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, জেলা পরিষদের কর্মচারী রিমান্ডে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি পোস্ট করার ঘটনায় আটক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অফিস সহকারী আহমদ উল্লাহকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৬ অক্টোবর) রাঙামাটির সিনিয়র বিচারিক হাকিম রোকনউদ্দিন কবির এ রিমান্ডের আদেশ দেন।

এদিকে, রোববার আহমদ উল্লাহকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করায় এ আদেশ দেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

গত শুক্রবার আহমদ উল্লাহর বিরুদ্ধে রাঙামাটি কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন জেলা যুবলীগের নেতা ঝিনুক ত্রিপুরা।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার নিজের ফেসবুক টাইমলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে দেওয়া একটি পোস্ট শেয়ার করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল শাখার অফিস সহকারী আহমদ উল্লাহ। এরপরই সেই পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফেসবুকে সরব হন স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতারা। আর শুক্রবার আহমদ উল্লাহর বিরুদ্ধে রাঙামাটি কোতোয়ালি থানায় মামলা করেন স্থানীয় যুবলীগ নেতা ঝিনুক ত্রিপুরা।

আপনার মন্তব্য

আলোচিত