পাবনা সংবাদদাতা

১৭ অক্টোবর, ২০১৬ ১৪:৩৫

পাবনা প্রেসক্লাবের উদ্যোগে জেলার ১৮৮ বছর পূর্তি উৎসব পালিত

পাবনা প্রেসক্লাবের উদ্যোগে পাবনা জেলার ১৮৮ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে।

রোববার (১৬ অক্টোবর) এ উপলক্ষে সন্ধ্যায় ক্লাবের মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। ক্লাবের সভাপতি শিবজিত নাগের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্ন, জেলা প্রশাসক রেখা রাণী বালো, শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, র‌্যাব ১২ কমান্ডার বিনা রানী দাস।

ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছিফাত রহমান সনমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন। এসময় আরো বক্তব্য দেন, ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন, সাবেক সম্পাদক আব্দুল মতিন খান, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, ক্লাবের সহ সভাপতি আখতারুজ্জামান আখতার, কার্যনির্বাহী সদস্য মুরশাদ সুবহানী, অনন্য গ্রুপের চেয়ারম্যান মাহফুজ আলী কাদেরী, পাবিপ্রবির শিক্ষক ড. হাবিবুল্লাহ, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি রাজিউর রহমান রুমী, সাংবাদিক আব্দুল হামিদ খান প্রমুখ।

এসময় ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন গনমাধ্যম কর্মী, শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ পাবনার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৮২৮ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর স্বতন্ত্র জেলা হিসেবে পাবনা স্বীকৃতি লাভ করে।

আপনার মন্তব্য

আলোচিত