সিলেটটুডে ডেস্ক

১৮ অক্টোবর, ২০১৬ ০০:০৩

পৌর কর আদায়ে হিজড়াদের কাজে লাগাবে রাঙামাটি পৌরসভা

ফাইল ছবি

পৌর কর আদায়ে রাঙামাটি পৌরসভার জনবল কম, রয়েছে নানান সীমাবদ্ধাতা। জেলায় খেলাপি করের পরিমাণও অনেক বেশি। তাই পৌর কর আদায়ে হিজড়াদের কাজে লাগানোর কথা ভাবছে রাঙামাটি পৌরসভা।

সোমবার (১৭ অক্টোবর) রাঙামাটি জেলা হিজড়া কমিটির একটি দল পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান।

পৌরসভা সূত্রে জানা গেছে, সোমবার রাঙামাটি জেলার হিজড়া কমিটির সর্দার নয়নের নেতৃত্বে দশ সদস্যের একটি দল মেয়র আকবর হোসেন চৌধুরীর বাসভবনে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় হিজড়ারা মেয়রের কাছে তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। সমাজে ভালোভাবে বেঁচে থাকার জন্য কোনো কাজে যুক্ত হওয়ারও আগ্রহ পোষণ করেন তারা।

এ সময় মেয়র হিজড়াদের কথা মনোযোগ দিয়ে শোনেন ও তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে মেয়র হিজড়াদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। 

আপনার মন্তব্য

আলোচিত