ঝিনাইদহ প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০১৬ ১৩:০১

ঝিনাইদহে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: প্রধান আসামি লিটু গ্রেপ্তার

ঝিনাইদহে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় করা মামলার প্রধান আসামি লিটুকে (২৬) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।

আজবাহার আলী শেখ আরও জানান, লিটুকে গ্রেপ্তার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঝিনাইদহ শহরের জমিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পূজাকে সোমবার সন্ধ্যায় ছুরিকাঘাত করে লিপু নামের এক বখাটে। এরপর থেকে পূজা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পূজা।

আহত পূজার বাবা বিপুল কুমার মজুমদার সোমবার গভীর রাতে লিটুকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেন। এরপর পুলিশ তার দুই ‘সহযোগী’ রুহুল আমিন ও রুপাকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আসামি লিটু নৃ-সিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান করছে এমন সংবাদে সেখানে অভিযানে যায় পুলিশ।

এ সময় লিটু পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ছুড়ে মারে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে

পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় লিটুর কাছ থেকে তিনটি হাতবোমা ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত