নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০১৬ ১৮:০১

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে চট্টগ্রামে মানববন্ধন

দেশব্যাপী চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে নগরীর জামালখান রোডস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির পালিত হয়। মানবন্ধন ও বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার শত-শত মানুষ উপস্থিত হন।

মানববন্ধনকালীন বিক্ষোভে অংশ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার বিভাগের সহযোগী অধ্যাপক হানিফ সিদ্দিকী বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাস রোধ করাটাই এখন অগ্রাধিকার হওয়া বাঞ্ছনীয়। উন্নয়নের ভিড়ে যেন হারিয়ে না যায় সাম্প্রতিক সন্ত্রাসের বিচার। আমরা আওয়ামীলীগ আমলে এ ধরনের আশা করি নাই এবং এটা রোধে সরকারের ধীর গতি দেখে হতাশ।

বিজিসি ট্রাস্টের প্রভাষক মিনহাজ হোসেন সায়েম বলেন- ধর্ম নিয়ে রাজনীতি অতি দ্রুত বন্ধ করতে হবে নচেৎ এ ধরনের হামলা থামানো যাবে না।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রমার সভাপতি রাশেদ হাসান, ব্লগার ও এক্টিভিস্ট অকিঞ্চন দাশ, সমাজ চিন্তক ও ব্লগার হাসান মুরাদ সহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাসুদ পারভেজ।

আপনার মন্তব্য

আলোচিত