সিলেটটুডে ডেস্ক

২২ নভেম্বর, ২০১৬ ১৫:০৯

ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার ভূমি কার্যালয়ের কর্মচারী

চট্টগ্রামের ষোলশহরে ঘুষের টাকা নেওয়ার সময় ভূমি কার্যালয়ের এক কর্মচারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মো. মোশাররফ হোসেন মৃধার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কর্মচারীর নাম সঞ্জীব কুমার দে। তিনি ষোলশহর ভূমি কার্যালয়ের অফিস সহকারী এবং নগরীর এনায়েতবাজার গোয়ালপাড়া এলাকার বাসিন্দা।

দুদকের উপরিচালক মো. মোশাররফ হোসেন মৃধা জানান, ঘুষের টাকা লেনদেন করার সময় সঞ্জীবকে হাতেনাতে ধরা হয়েছে। তিনি ১০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। আরও ১০ হাজার টাকা দাবি করেছেন। সঞ্জীবের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘুষদাতা ব্যক্তির নাম মোহাম্মদ সফি। তিনি জানান, নামজারি সংশোধনের জন্য ছয় মাস ধরে ভূমি কার্যালয়ে দৌড়ঝাঁপ করছেন তিনি। একপর্যায়ে ২০ হাজার টাকার বিনিময়ে কাজ করিয়ে দিতে রাজি হন সঞ্জীব। আজ (মঙ্গলবার) ১০ হাজার টাকা লেনদেনের সময় সঞ্জীব ধরা পড়েন।

আপনার মন্তব্য

আলোচিত