সিলেটটুডে ডেস্ক

২২ নভেম্বর, ২০১৬ ২২:৩৮

নাটোরে প্রধান শিক্ষককে পিটিয়ে হাত-পা ভেঙে দিলেন ইউপি সদস্য

নাটোরের বড়াইগ্রামে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছেন এক ইউপি সদস্য।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নগর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন।

জানা যায়, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে শিক্ষক মিজানুর রহমানের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, ওই স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাচ্চু প্রামাণিকের সঙ্গে প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরোধ বাধে। এর জের ধরে সকালে বাচ্চু মেম্বার ও তার লোকজন মিজানুর রহমানের ওপর হামলা চালিয়ে তাঁকে পিটিয়ে হাত-পা ভেঙে দেন।

তিনি জানান, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য

আলোচিত