সিলেটটুডে ডেস্ক

২৪ নভেম্বর, ২০১৬ ১৩:৩৪

ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই সহপাঠী গ্রেপ্তার

ময়মনসিংহে স্কুলছাত্র রাশেদুজ্জামান ওরফে লিয়ন (১৪) হত্যার ঘটনায় তার দুই সহপাঠীসহ চারজনকে আসামি করে একটি মামলা হয়েছে নিহতের মা । উক্ত মামলায় নিহত লিয়নের দুই সহপাঠীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে নিহত স্কুলছাত্রের মা রাশেদা আক্তার বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলাটি করেন। গ্রেপ্তার হওয়া দুজন হলো নিহত লিয়নের সহপাঠী সোহানুর রহমান ও সাকিবুল হাসান। অপর দুই আসামি নাঈম ও জয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ শহরতলির দিঘারকান্দা এলাকায় অভিযান চালিয়ে সোহানুর রহমানকে গ্রেপ্তার করে র‍্যাব। এর আগে গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা থেকে সাকিবুল হাসানকে গ্রেপ্তার করে। মামলার অপর দুই আসামি পলাতক।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে ময়মনসিংহ রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে তুচ্ছ বিষয়ে বিরোধের জের ধরে নবম শ্রেণির শিক্ষার্থী লিয়নকে ছুরিকাঘাত করে তারই সহপাঠীরা । এতে সে নিহত হয়।

আপনার মন্তব্য

আলোচিত