সিলেটটুডে ডেস্ক

২৪ নভেম্বর, ২০১৬ ১৪:০৯

ছাত্রলীগ নেতাকে আসামি করে হত্যা মামলা করলেন দিয়াজের মা

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করেছেন দিয়াজের মা জাহেদা আমীন চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে’র আদালতে তিনি এ মামলা করেন।

ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যার কথা এলেও তা প্রত‌্যাখ‌্যান করে দিয়াজ ইরফান চৌধুরীকে হত‌্যার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ছাত্রলীগ সভাপতিসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করেন দিয়াজের মা।

মামলায় আসামি করা হয়েছে বিশ্ববিদ‌্যালয় ছাত্রলীগের সাবেক নেতা জামশেদুল আলম চৌধুরী, সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু, কর্মী রাশেদুল আলম জিশান, আবু তোরোব পরশ, মনসুর আলম, আবদুল মালেক, মিজানুর রহমান, আরিফুল হক অপু ও মোহাম্মদ আরমানকে।

দিয়াজের বোন জুবেয়দা সারোয়ার চৌধুরী জানান, তারা মামলার আর্জিতে ফৌজদারি দণ্ডবিধির ৩০২, ২০১ ও ২৩৪ ধারায় অভিযোগ এনেছেন।

আদালত মামলাটি গ্রহণ করে তদন্ত শেষে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন‌্য সিআইডিকে নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত রোববার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকার বাসা থেকে দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদনে দিয়াজ আত্মহত্যা করেছেন বলে জানানো হলেও পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত