সিলেটটুডে ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০১৬ ১৩:০৯

ছিনতাইয়ের ঘটনায় গোপালগঞ্জের ‘ছাত্রলীগ নেতা’ ঢাকায় গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানির ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ চারজনকে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।

পুলিশি অভিযানের সময় ওই বাসায় মোবাইল ফোন, ল্যাপটপ সহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে এসব উদ্ধারকৃত মালামালগুলো ছিনতাইয়েরই মালামাল হবে।

আটককৃতরা হলেন- তুহিন, পলাশ, আলআমিন ও মনোয়ার।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, তুহিন নিজেকে গোপালগঞ্জের কাশিয়ানি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন।

ওসি আরো বলেন, “এলাকা থেকে ঢাকায় এসে ছিনতাই করে তুহিন। গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। তারা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য।”

অভিযানের নেতৃত্ব দেওয়া উপ-পরিদর্শক রবিউল আউয়াল বলেন, “পল্লবী এলাকায় কয়েকদিন ধরে ছিনতাইকারীদের উপদ্রব ছিল। পুলিশ রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে।”

আপনার মন্তব্য

আলোচিত