সিলেটটুডে ডেস্ক

১২ ডিসেম্বর, ২০১৬ ১০:৩৭

কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

কুষ্টিয়ার ভেড়ামারায় র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আব্দুস সালাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবা (১১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বারমাইল এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।

এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন। তারা হলেন দেলোয়ার, আয়নাল, খোকন ও আলমগীর।

র‌্যাব সূত্রে জানা যায়, হতাহতরা ডাকাতদলের সদস্য। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, ৮ রাউন্ড গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১২ কমান্ডার (ক্রাইম প্রিভেনশন কম্পানি- সিপিসি ১) মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসে ডাকাতির জন্য একদল ডাকাত বাসটির ভেতর অবস্থান নিয়েছে এমন গোপন খবরে বারোমাইলে বাসটিকে তল্লাশির জন্য গতিরোধ করে র‌্যাব।

তিনি আরো জানান, এ সময় ডাকাতদল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা গুলিবিনিময় শেষে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ পাঁচজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে র‌্যাব।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালামকে মৃত ঘোষণা করেন। তিনি আন্তজেলা ডাকাতদলের সদস্য। গুলিবিদ্ধ বাকিরাও একই দলের সদস্য।

আপনার মন্তব্য

আলোচিত