প্রান্ত রনি, রাঙামাটি

১৩ ডিসেম্বর, ২০১৬ ১১:৩১

ভূমি বেদখলের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ

রাঙামাটির  নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নে বাগানের আনারস ধ্বংসের  ঘটনায় ৫ জন আটক এবং পুলিপাড়া ও মহাপুরুষ এলাকায় ভূমি বেদখলের প্রতিবাদ অবরোধ পালন করছে স্থানীয় পাহাড়িরা।

মঙ্গলবার ভোর ৬ টা থেকে সকাল সন্ধ্যা সড়ক ও নৌ-পথ অবরোধ পালন করছে স্থানীয় পাহাড়িরা।

৫ দফা দাবিতে অবরোধের ডাক দেয়া হয়েছে। দাবিগুলো হচ্ছে-আটককৃতদের নি:শর্ত মুক্তি, ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা, বেদখল জমি ফেরত দান এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান।

এদিকে,সকাল থেকে খাগড়াছড়িগামী বাস ও অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান,আনারস বাগান ধংব্বসের অভিযোগে ৫ জন আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- রেনু মারমা (৫০), চাইয়নী মারমা (৫৬), হ্লাথোয়াই মারমা (৩০), মংলা অং মারমা (৫৫) ও আসি প্রু মারমা (২৫)।

আপনার মন্তব্য

আলোচিত