বেনাপোল প্র‌তি‌নিধি

০৬ জানুয়ারি, ২০১৭ ১৪:৫৯

শার্শায় ফেনসিডিলসহ আটক ৩

যশোরের শার্শায় ৩০০ বোতল ফেনসিডিলসহ ৩ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে সীমান্তবর্তী শার্শার গ্রাম শিকারপুর মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটক পাচারকারীরা হলেন- ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার নওয়াপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে জাকির হোসেন (৪০), যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুর রহমান (৪২) ও শার্শার নারিকেল বাড়িয়া গ্রামের শেফ মোড়লের ছেলে মুজিবর রহমান (৩৫)।

বিজিবি জানায়, গোপন খবরের মাধ্যমে জানতে পেরে , ভারত সীমান্তবর্তী শার্শার শিকারপুর মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুইটি ফেনসিডিলের বস্তাসহ ৩ পাচারকারীকে আটক করা হয়।

২৬ বিজিবি ব্যাটালিয়নের শার্শার কাশিপুর ক্যাম্পের সুবেদার আব্দুর রহিম জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত