সিলেটটুডে ডেস্ক

০৩ ফেব্রুয়ারি , ২০১৭ ১৩:৪৫

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ট্রাক, প্রাণ গেল ৭ জনের

খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় মালবাহী ট্রাকের চাপায় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে দুর্ঘটনায় দুই ছেলে ও এক মেয়ে শিশুসহ ৩ জন পুরুষ এবং এক নারী নিহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আলুটিলা বৌদ্ধবিহার এলাকায় এক ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভিক্ষুর হাজারো ভক্ত ও অনুসারীরা জড়ো হন। এ উপলক্ষে বিহারের বাইরে বেশকিছু অস্থায়ী দোকানও বসে। চট্টগ্রাম থেকে আসা মালবাহী ট্রাকটি (চট্ট মেট্রো ট-১১৩৮০০) নিয়ন্ত্রণ হারিয়ে এসব দোকানঘরে ওঠে যায়।

এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

পুলিশ ট্রাকচালক সেলিমকে আটক করেছে। দুর্ঘটনার পর খাগড়াছড়ি ২৯৮ আসনের এমপি পুজেন্দ্রলাল ত্রিপুরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খাগড়াছড়ি জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নমই ত্রিপুরা জানান, গুরুতর আহত ববি মারমা নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে।

আপনার মন্তব্য

আলোচিত