সিলেটটুডে ডেস্ক

০৯ ফেব্রুয়ারি , ২০১৭ ০৯:২০

রেললাইনে আগুন: ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বিঘ্নিত

গাজীপুরের টঙ্গীতে রেললাইনের পাশে একটি বস্তি ও চটের গুদামে অগ্নিকাণ্ডের গুদামের পাশের রেললাইনের বেশ কয়েকটি স্লিপার পুড়ে যাওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। 

দুর্ঘটনার আশঙ্কায় ওই রেললাইনের একটি পথে রেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। তবে এ রুটে ডুয়েল লাইন থাকায় অপর লাইন দিয়ে রেল চলাচল করছে।

অগ্নিকাণ্ডের বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে টঙ্গী রেলব্রিজের নিচে একটি বস্তি ও চটের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৭টার দিকে ওই আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু রেললাইন লাগোয়া ওই গুদামের আগুনে রেললাইনের লোহার নিচের কাঠের পাটাতন ও স্লিপার পুড়ে যায়। এতে দুর্ঘটনার আশঙ্কায় ওই রেললাইনে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।  

এদিকে গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দাদন মিয়া জানান, অগ্নিকাণ্ডে রেললাইনের কাঠের পাটাতন পুড়ে গেছে। দুর্ঘটনার আশঙ্কায় ওই এলাকার ডাউন লাইনের ট্রেন চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে আপ লাইন চালু রয়েছে।

রেললাইনের ক্ষতির খবর পেয়ে সকালেই ঢাকা থেকে বিশেষজ্ঞদল রওনা হয়েছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত