ঝিনাইদহ প্রতিনিধি

২৯ মার্চ, ২০১৭ ১৮:২৮

ঝিনাইদহে ৬টি ইউনিয়নের ভিক্ষুকদের মধ্যে উপকরণ বিতরণ

খুলনা বিভাগকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করার লক্ষ্যে ঝিনাইদহের ৬টি ইউনিয়নের ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপকরণ বিতরণ করা হয়।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মাদ আব্দুর রহমান।

এছাড়াও পোড়াহাটি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন, কালিচরণপুর ইউপি চেয়ারম্যান কৃষ্ণ পদ দত্ত, ঘোড়শাল ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান কবির হোসেন, মহারাজপুর ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম, সুরাট ইউপি চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দ্দার কেবি, কুমড়াবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে সদর উপজেলার পোড়াহাটি, কুমড়াবাড়ীয়া, মহারাজপুর, কালিচরণপুর, পাগলা কানাই ও নলডাঙ্গা ইউনিয়নের ১২০ ভিক্ষুকদের মাঝে ছাগল, মুরগী, ওজন মাপার মেশিন ও ব্যবসায়ের মুলধন বিতরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত