সিলেটটুডে ডেস্ক

১৯ এপ্রিল, ২০১৭ ১৩:২৫

পাবনায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

পাবনার মধুপুরে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন।

বুধবার (১৯ এপ্রিল) সকাল ১১.৩০ মিনিটের দিকে পাবনা-ঢাকা মহাসড়কের মধুপুরে  এ দুর্ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এখন পর্যন্ত নিহত ৩ জনের নাম-পরিচয় জানা যায়নি। তবে আহতদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তিকৃত ২৬ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন- রহমান (৪৩), রেখা (৪৫), বাবলু (৩৫), সিরাজুল (৪০), সুমী (২৫), এনায়েত উল্লাহ (৬৫), সুফিয়া (৫০), সৌরভ (৩৫), বিউটি (৪০), চাঁদ আলী (৬০), রুহুল আমিন (৫৫), মুকাদ্দেস (৫০), রানী (২৫), সিদ্দিকুর রহমান (৬০), বিউটি (৩০), মন্টু (৫০), রওশন (৪৫), বাবু (৪০), সুমাইয়া (৭), বিউটি (৩৫), খলিল (৪০), ইতি (৩০), আলিম (৪০), রোজিনা (৩০), ফরিদ (৬০) ও হাশেম (৪৫)।

 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, উত্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (পাবনা-জ ১১-০০৬৪) কাজিরহাট থেকে পাবনা যাচ্ছিল। পথিমধ্যে মধুপুরে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
 
এ সময় অন্তত ২৮ জনকে আহতাবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ ও স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য

আলোচিত