রাঙামাটি প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০১৭ ১২:৫১

রমেল চাকমা মৃত্যুর প্রতিবাদে রাঙামাটিতে সড়ক অবরোধ

রমেল চাকমা হত্যার প্রতিবাদ ও বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রাঙামাটিতে সড়ক ও নৌ-পথে অবরোধে কর্মসূচি চলছে।

জেলার সবকটি উপজেলায় সকাল-সন্ধ্যার এ অবরোধ কর্মসূচির ডাক দেয় ইউপিডিএফ সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

পিসিপির নানিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রমেল চাকমা পুলিশের হাতে আটক হওয়ার পর মৃত্যুর ঘটনাকে হত্যা করা হয়েছে বলে এই অবরোধের ডাক দেয় সংগঠনটি।

রোববার ভোর ছয়টা থেকে জেলা শহরসহ প্রতিটি উপজেলায় সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি চলছে। এদিকে সকাল থেকে জেলা শহর থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি-বান্দরবনগামী কোন দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। প্রতিবেশী উপজেলামুখী ও শহরেও কোন প্রকার যানবাহন চলতে দেখা যায়নি। সকাল থেকেই নৌ-পথে সকল প্রকার লঞ্চ-বোট চলাচল বন্ধ আছে।

উল্লেখ্য, ট্রাক পোড়ানো ও বাস লুটের অভিযোগে ৫ এপ্রিল রাঙামাটির নানিয়ারচর সদর থেকে রমেলকে আটক করে নিরাপত্তাবাহিনী। পরে তাকে অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করা হয়। ১৯ এপ্রিল সেখানে চিকিৎসাধীন অবস্থায় রমেল চাকমার মৃত্যু হয়।

আপনার মন্তব্য

আলোচিত