ঝিনাইদহ প্রতিনিধি

০৭ মে, ২০১৭ ১৪:১৪

ঝিনাইদহে 'জঙ্গি আস্তানায়' অভিযানে ২ জঙ্গি নিহত, আহত ৩ পুলিশ

ঝিনাইদহে সন্দেহভাজন একটি আস্তানায় পুলিশের অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের হামলায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।

রোববার (৭ মে) ভোর থেকে জেলার মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামের হঠাৎপাড়া এলাকার ওই আস্তানায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান জানান, হঠাৎপাড়া এলাকার জনৈক জহুরুলের বাড়িতে জঙ্গি আস্তানার খোঁজ পেয়ে শনিবার রাতে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। রোববার ভোরে সেখানে অভিযান শুরু হয়। এক পর্যায়ে আত্মঘাতী দুই জঙ্গি সুইসাইড ভেস্ট পরা অবস্থায় পুলিশ সদস্যদের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি করে। এ সময় জঙ্গিরা নিজেদের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে দুই জঙ্গি ঘটনাস্থলেই নিহত হয়।

তিনি জানান, বিস্ফোরণে পুলিশের তিন সদস্য অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক, এসআই মহসিন ও এএসআই মজিবর আহত হয়েছেন।

এ ঘটনায় বাড়ির মালিক জহুরুল, তার ছেলে জসিম এবং দুই ভাড়াটিয়া আলম ও আতিয়ারকে আটক করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

আপনার মন্তব্য

আলোচিত