সিলেটটুডে ডেস্ক

০৭ মে, ২০১৭ ২১:২৭

মেধাবী তন্ময় বাঁচতে চায়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিবিএ একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ষষ্ঠ সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী তন্ময় চন্দ্র রায় দুরারোগ্য “একিউট এ্যাপ্লাস্টিক এনিমিয়া” (Acute aplastic anaemia) রোগে আক্রান্ত। তার অস্থি-মজ্জা প্রতিস্থাপন (Bone marrow transplantation) করতে হবে।

বর্তমানে তন্ময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. এমএ খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। চাঁদপুর জেলার কচুয়া উপজেলার চাঙ্গিনী গ্রামের শিক্ষক সুখন চন্দ্র রায় ও শিখা রাণী বিশ্বাসের ছেলে তন্ময়।  

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করা তন্ময়ের শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এজন্য দ্রুততম সময়ে তন্ময়ের উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়ে অস্থি-মজ্জা প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শুধুমাত্র এজন্য প্রয়োজন ৪০ লাখ টাকা। এছাড়া ঔষধপত্রসহ অনুসাঙ্গিক ব্যয়ের জন্য আরো কমপক্ষে ১৫ লাখ টাকার প্রয়োজন। এত বড় অংকের টাকার ব্যবস্থা করা তন্ময়ের শিক্ষক পিতার পক্ষে সম্ভব নয় বলে তিনি সমাজের বিত্তবান সহযোগিতা চেয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা : বিনা বিশ্বাস (বড় বোন), একাউন্ট নম্বর – ২৪৯৯৩০, জনতা ব্যাংক, ঢাকা মেডিকেল কলেজ শাখা।

আপনার মন্তব্য

আলোচিত