বেনাপোল প্রতিনিধি

০৯ মে, ২০১৭ ১৬:২৬

বেনাপোলে ১৫ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার

বেনাপোল চেকপোস্ট কাস্টমস মেইন গেট থেকে ভারত থেকে আসা ইমরান (৩৫) নামে এক পাসপোর্টযাত্রীর কাছ থেকে নেশা জাতীয় ১৫ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য (সিসা) জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

সোমবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় বেনাপোল চেকপোস্ট কাস্টমস হাউজের সামনে থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

ভারত ফেরত পাসপোর্টযাত্রী হলেন ঢাকার গুলশান এলাকার হুমায়ুন কবিরের ছেলে ইমরান কবির।

কাস্টমস গোয়েন্দা (এআরও) মোতালেব ‌হো‌সেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জান‌তে পে‌রে বেনা‌পোল চেক‌পোস্ট কাস্টমস গেটে ইমরানের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগ থেকে ৪০ কেজি আমদানি নিয়ন্ত্রিত উন্নতমানের মাদকদ্রব্য (সিসা) উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১৫ লাখ টাকা বলে তিনি জানান।

এ সময় তার ব্যাগ তল্লাশির কাজে সহযোগিতা করে এআরও চাঁন মাহমুদ খান, মশিউর রহমান খান ইমাম হোসেন। উদ্ধারকৃত সিসা বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দারা।

আপনার মন্তব্য

আলোচিত