বেনা‌পোল প্র‌তি‌নি‌ধি

০৫ জুন, ২০১৭ ১৪:১৩

বেনাপোলে ১০ পিস সোনার বারসহ এক পাচারকারী আটক

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থে‌কে এক কেজি ১শ’ গ্রাম ওজনের ১০ পিস সোনার বারসহ বাবুল হোসেন (২৫) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৫ জুন) দুপুর ১২টায় পুটখালীর জেলেপাড়া গ্রাম থেকে তাকে আটক করেন বিজিবির ২১ ব্যাটালিয়নের সদস্যরা।

আটক বাবুল পুটখালী গ্রামের ইমাদুলের ছেলে।

২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আবুল হোসেন জানান, গোপন খবর আসে যে বেনাপোল সীমান্ত পথ দি‌য়ে এক পাচারকারী সোনার বার নিয়ে ভারতে যাচ্ছে। তখন সেখা‌নে অভিযান চালিয়ে বাবুল না‌মে এক পাচারকারী‌কে আটক করা হয়। এ সময় বাবুলের শরীর তল্লাশি ক‌রে এক কেজি ১শ’ গ্রাম ওজনের ১০ পিস সোনার বার পাওয়া যায়।

আটক পাচারকারীকে পুলিশে সোপর্দ করা হ‌বে ব‌লে জানান তি‌নি।

আপনার মন্তব্য

আলোচিত