বেনাপোল প্র‌তি‌নি‌ধি

১৩ জুন, ২০১৭ ১৮:২২

বেনাপোলে ভারতীয় কাপড়সহ ৩ চোরাচালানী আটক

যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ৩৩ লাখ টাকার ভারতীয় কাপড়সহ ৩ চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার সন্ধ্যায় ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- সাভারের রাজাসন এলাকার রাজ্জাকের ছেলে নবির হোসেন (৩২), হযরত আলীর ছেলে রুবেল হোসেন (২৬) ও আব্দুস ছাত্তারের ছেলে আবু বকর (৩৪)।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির আমড়াখালী চেকপোস্টে কর্মরত হাবিলদার আব্দুল মতিন জানান, বেনাপোল সীমান্ত থেকে চোরাচালানীরা বিপুল পরিমান ভারতীয় মালামাল নিয়ে একটি মাইক্রোবাস যোগে যশোরের দিকে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে আমড়াখালী বিজিবি চেকপোস্টে মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালিয়ে কাগজপত্র বিহীন প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করা হয়। এসময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাইক্রোবাস চালকসহ তিন চোরাচালানীকে আটক করা হয় ব‌লেও তি‌নি জানান। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে এবং মঙ্গলবার দুপুরে তা‌দেরকে যশোর আদালতে পাঠানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত